Content Writer


কন্টেন্ট কি? কিভাবে ভালো কন্টেন্ট রাইটার হওয়া যায়?

কনটেন্ট ক্রিয়েটরঃ যে খুব সুন্দর ভাবে কিছু লেখে তাকে কনটেন্ট ক্রিয়েটর বলে।ডিজিটাল মার্কেটিং এর রাজা কনটেন্ট ক্রিয়েটর।ইন্টারনেটের দুনিয়ায় যা বা যেকোনো লেখাকে কনটেন্ট বলে।

কনটেন্ট লেখার অপশন👉কনটেন্ট লেখার অপশন চারটি।

১)ভিডিও

২)অডিও

৩)ছবি ও

৪) লিখিত আকারে হয়।

কনটেন্ট লেখার শর্তঃবিষয়বস্তুর উপরে কন্টেন্ট লিখতে অর্থপূর্ণ টপিক হতে হবে। যেটা সাবলীল ভাষায় লিখতে হবে। অর্ধেক বিষয় তুলে ধরা যাবেনা, শর্টকাট করে লেখা যাবে না। একটা টপিক নিয়ে বিস্তারিত ভেঙে ভেঙে লিখতে হবে।দৃষ্টিনন্দন এবং সুন্দর ভাবে লিখতে হবে। বাংলা হোক বা ইংলিশ সেটা যে কোন ভাষাতেই হোক না কেন একজন অপরিচিত ব্যক্তি যেন আপনার ভাষা বুঝে সেভাবে লিখতে হবে। অন্যের লেখা কখনো কপি করা যাবে না। কমপক্ষে ১০০/২০০শব্দ হতে হবে, বেশি হলে সমস্যা নেই তবে কম যেন না হয়। 

কনটেন্ট লেখার নিয়মঃ কনটেন্ট লেখার নিয়ম চারটি। যথাঃ 

১) পরিচিতি/ হেডার

২) ইন্টুডাকশন/ভূমিকা

৩) বডি

৪) ফুটার/কনক্লিউশান/ উপসংহার। 

কনটেন্ট এর প্রকার দুইটাঃ;১) টিউটরিয়াল টাইপ। ২)প্রডাক্ট রিভিউ টাইপ।

টিউটরিয়াল টাইপে লিখতে জানা এবং সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। 

প্রডাক্ট রিভিউ টাইপে প্রোডাক্ট এর বিবরণ সুন্দর ভাবে লিখতে হব।  যেটাতে আকর্ষিত হয়ে গ্রাহক প্রডাক্ট টি কিনে নেয়। 

✅কনটেন্ট রাইটিং কেন দরকার?

মনের ভাব প্রকাশ করার জন্য দরকার লেখার।কারণ যেটা গুছিয়ে বলা যায় না সেটা লিখে অনেক কিছু বলা যায়। বিভিন্ন প্রডাক্ট সম্পর্কে সুন্দর ভাবে বিস্তারিত লেখার জন্য। 

অনলাইনে প্রডাক্ট সেলের জন্য। 

✅একজন কনটেন্ট রাইটার এর কি কি গুন থাকা দরকারঃ

একজন কনটেন্ট রাইটার এর বাংলা বা ইংরেজি যে ভাষায় হোক না কেন সে ভাষা সম্পর্কে দৃষ্টান্ত ধারণা থাকতে হবে। দক্ষতা থাকতে হবে লিখতে পারার। দক্ষতা থাকতে হবে প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট রাইট করতে পারার। লেখার মধ্যে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় কিভাবে হবে সেটা জানতে হবে। লেখায় কোনো বানান ভুল থাকা যাবে না।

✅কন্টেন্ট লেখার আগে কি করণীয়ঃ কনটেন্ট লেখার আগে বিস্তারিত সেই টপিক টা সার্চ করে একটু ধারণা নিতে হবে। একজন কন্টেন্ট রাইটার কখনও অনুমানের ভিক্তিতে ট্রাফিককে দেয়া যাবে না।কোনো তথ্য দেবার সময় তথ্যসূত্র অবশ্যই দিতে হবে🙂

❤️❤️একজন কনটেন্ট রাইটার এর গুনগান হবে তার লেখার ভিক্তিতে। সে কতটুকু বাইয়ার কে বুঝাতে পারবে তার উপর নির্ভর করবে তার লেখা 🙂

Comments